নিজস্ব প্রতিনিধি(রজত রায়):- বড়দিনে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘টনিক’। মাত্র চার দিনেই রেকর্ড গড়েছে এই ছবি। মঙ্গলবার সকালে নিজের ছবি নিয়ে এমনটাই ঘোষণা করলেন দেব। ‘নো প্যানিক ওনলি টনিক’ এটাই ছবির মূল মন্ত্র।২০২২ সালে মুক্তি পাবে দেবের পরবর্তী ছবি ‘কিশমিশ’।নায়িকা চরিত্রে দেখা মিলবে রুক্মিণী মৈত্র-র।