মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারত ধর্মঘট* সোমবার সকাল থেকেই শ্রীরামপুর নগার মোড়ে ধর্মঘটে সামিল হলো সিপি আই এম কর্মী বৃন্দরা। নগায় তিন মাথার মোড়ে প্রায় আধাঘন্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন CPIM কর্মীবৃন্দরা। ধর্মঘটের কারণ মূল্যবৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ পূরণ, বেসরকারি করণ বন্ধ করা ইত্যাদি। নগার মোড়ে জমায়েতের পর পুলিশের তৎপরতায় উচ্ছেদ হয়ে এই মিছিল শেওড়াফুলি ফাড়ির দিকে পুনরায় অগ্রসর হয়