মেটেলি ঃ ফের চা-বাগানে চিতা বাঘের আক্রমন।সাত সকালে চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হলো দুই চা বাগান শ্রমিক।শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের আইভিল চা বাগানে।ঘটনায় সমগ্ৰ বাগানে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে।আহত শ্রমিক অমিত ওঁরাও এর বাড়ী আইভিল চা বাগানের গাজলডোবা লাইনে ও নিরুপা বাগের বাড়ি বাগানের তানিস লাইনে।জানা যায়, এদিন তারা বাগানের নয়া কামান ১৮ নং সেকশনে কাজ করছিলেন।ওই চিতাবাঘটি প্রথমে অমিত ওঁরাও কে আক্রমণ করে।তার কিছুক্ষণ পরেই নিরুপা বাগের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ।তাদের আহত করে চিতাবাঘটি আবার বাগানে ঢুকে যায়।পরে তাদের বাগানের এম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বাগানের হাসপাতালে।সেখানেই তাদের চিকিৎসা করানো হয়।হাসপাতালে আসেন বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বরাইক। চা বাগানের সেই এলাকাটি ইতিমধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে। সেই সাথে খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে