নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): কন্যা সন্তানদের বিয়ের বয়সে বদল ঘটাচ্ছে কেন্দ্র। যেটা বর্তমানে ১৮ বছর রয়েছে, সেটাকে বাড়িয়ে ২১ বছর করার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। কন্যা সন্তানদের সঠিক বয়সে বিয়ে দেওয়া আইন রয়েছে, শোনা যাচ্ছে সেখানেও নাকি করা হবে সংশোধন। ২০২০, ১৫ ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন এই বিষয়টি।তিনি বলেছিলেন যদি কন্যা সন্তানদের অপুষ্টি থেকে বাঁচাতে হয়, তাহলে তাদের সঠিক সময়ে বিয়ে দিতে হবে।আমরা সবাই জানি বর্তমানে এর নিয়ম অনুসারে আইনত ভাবে পুরুষের বিয়ের বয়স 21 বছর ও নারীদের বিয়ের বয়স 18 বছর। কিন্তু, বাল্যবিবাহ নিষেধ আইন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ও হিন্দু ম্যারেজ অ্যাক্টে সংশোধন করবে সরকার। এই কাজের সুপারিশ নাকি করছে নীতি আয়োগের জয়া জেটলির নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। এইযে টাস্কফোর্স এর সদস্য হিসেবে রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, নারী ও শিশু উন্নয়ন, উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা ও সাক্ষরতা মিশন এবং বিচার ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।টাস্কফোর্স গঠন করার ঠিক ছয় মাসের মধ্যেই একটি রিপোর্ট পেশ করেছিল তারা। সেখানে তারা স্পষ্ট জানিয়েছে, প্রথম সন্তানের মা হওয়ার সময় একটি মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ২১। যদি মেয়েদের বিয়ের বয়স বেশী বয়সে হয়, তাহলে পরিবার থেকে শুরু করে সমাজ, শিশু অর্থ ব্যবস্থা সব কিছুর ওপরে দারুণ ইতিবাচক প্রভাব পরে।