নিজস্ব প্রতিনিধি(রজত রায়): যাদবপুরকাণ্ডে র্যাগিং এর প্রমাণ পেয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারী দল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্ট পাঠানো হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনে। সেই রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান খতিয়ে দেখেই র্যাগিং এর প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, রাজ্য মানবাধিকার কমিশন এ বিষয়ে কিছু জানায়নি।
রেজিস্ট্রিার বলেন, ”যে রিপোর্ট চাওয়া হয়েছিল, তার পুরোটাই আমরা জমা দিয়ে দিয়েছি। কমিশন আমাদের র্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে কিছু জানায়নি।” অবশ্য বুধবারেই জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও রিপোর্ট পাঠানোর কথা বিশ্ববিদ্যালয়ের। বুধবারেই সেই রিপোর্ট পাঠানো হবে জানা গিয়েছে। ইতিমধ্যেই ইউজিসির কাছেও দুটি রিপোর্ট পাঠিয়েছিল। সেই রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট নয় বলেই জানা যায়।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে নগ্ন রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রকে। পরেরদিন বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। ঘটনার নেপথ্য কারণ হিসেবে র্যাগিং এর অভিযোগ তোলে পরিবার। এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত প্রাক্তনী ও পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বহু ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।