রং যেন মোর মর্মে লাগে
কলমে ইন্দিরা গাঙ্গুলী
আজকে হোলির দিনে সবাই মিলে খেলবো মোরা আবির খেলা ।আকাশে বাতাসে আজ আবিরের ছড়াছড়ি ।রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে ।মন মাতোয়ারা হয়ে গেছে আজকের দিনে ।এসো এসো বন্ধু রা সবএকসাথে মিলে মিশে একাকার হয়ে যাই আজকে হোলির দিনে ।” হোলি হে ” রব ধ্বনিত হোক আজকের দিনে সবার কণ্ঠে ।রং শুধু শরীরে নয় ছড়িয়ে পড়ুক সকলের মনে প্রাণে ।