HomeStateরবিবার বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশনের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়...

রবিবার বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশনের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় স্থানীয় উদয় চাঁদ জেলা গ্রন্থাগারের সভাকক্ষে

spot_img
- Advertisement -

বর্ধমানঃ রবিবার বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশনের ৩৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় স্থানীয় উদয় চাঁদ জেলা গ্রন্থাগারের সভাকক্ষে । প্রদীপ জ্বালিয়ে ৩৫ তম বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানিক উদ্বোধন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞানের অধ্যাপক হরিহর ভট্টাচার্ষ । উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি তথা বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশনের আইনি উপদেষ্টা উদয় শংকর কোনার । অন্যান্যেদর মধ্যে উপস্থিত ছিলেন , প্রধান উপদেষ্টাঃ সুভাষ সাঁই, উপদেষ্টা মন্ডলির সদস্যঃ কাশীনাথ গাঙ্গুলী,আইনি উপদেষ্টাঃ উদয় শংকর কোনার প্রমুখ । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দেবলীনা ঘোষ এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কৌশিক চক্রবর্ত্তী । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী ২ বছরের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় । —————————বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ২০২২প্রধান পৃষ্ঠপোষকঃ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ( বিধায়ক)প্রধান উপদেষ্টাঃ সুভাষ সাঁইউপদেষ্টা মন্ডলির সদস্যঃ কাশীনাথ গাঙ্গুলীআইনি উপদেষ্টাঃ উদয় শংকর কোনার—————————সভাপতিঃ পঞ্চানন মুখার্জি কার্যকারী সভাপতিঃ মাধব ঘোষসহ-সভাপতিঃ স্বপন গাঙ্গুলী ( দুর্গাপুর)সহ-সভাপতিঃ শুভেন্দু সাহা ( কাটোয়া)সাধারন সম্পাদকঃ কৌশিক চক্রবর্ত্তী সহ-সম্পাদকঃ তিমির বরণ বিশ্বাসসাংগঠনিক সম্পাদকঃ দুরন্ত কুমার নাগ কোষাধক্ষ্যঃ প্রদীপ চন্দ্র কার্যকারী কমিটির সদস্যঃ দিলিপ রাউত, অপূর্ব দাস , সুজিত দত্ত , মনিমোহন গোস্বামী, উদয় ঘোষ ও পিঙ্কি দত্ত শর্মা ।।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments