মালদাঃ রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মালদহ শহরের চিত্তরঞ্জন পৌর বাজারের দোতলার একটি দোকানে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আশপাশের দোকানে। স্থানীয় মানুষ জন আগুন দেখতে পেয়ে দমকল এবং ইংরেজ বাজার থানায় খবর দেয়। দমকল এবং পুলিশ সময়মতো ঘটনা স্থলে পৌঁছে যায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কজে হাত লাগায়।এদিন রবিবার হওয়ায় চিত্তরঞ্জন পৌর বাজারের সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ব্যবসায়ী সমিতি এবং দমকলের প্রথমিক অনুমান সর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তিনটি দোকান সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার পন্য সামগ্রির আগুনে পুড়ে গিয়েছে। তবে এই আগুন রবিবার সকাল বেলা লাগাতে মানুষ জন তা দেখতে পেয়ে খবর দেয় দমকলে। তাই রক্ষা পেল গোটা বাজার । তা নাহলে রাতে এই আগুন লাগলে গোটা বাজারকে আর আগুনের হাত থেকে বাঁচানো যেত না