নিজস্ব প্রতিনিধ: কলকাতা পুরসভার ভোট হয়ে গিয়েছে রবিবার। শীতের শহরে তাপমাত্রার পারদ যতই নামুক, নির্বাচনী উত্তাপে এখনও গা সেঁকছে তিলোত্তমা। পুরভোটের দিন শহরের নানা প্রান্ত থেকে নানা অশান্তির খবর এসেছে। বিরোধীরা তা নিয়ে প্রথম থেকেই সোচ্চার। তার মাঝেই আগামীকাল মঙ্গলবার হবে ভোটগণনা। তার প্রস্তুতি তুঙ্গে।
কলকাতা পুরভোটে গত বার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জিতেছিল তৃণমূল। এ বার কত হবে? মঙ্গলবারের ভোট গণনার আগে শাসক শিবিরের দাবি, ১৩৪-এর কম নয়। তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যের বিজেপি, বাম এবং কংগ্রেস নেতাদের বড় অংশও একান্তে স্বীকার করে নিচ্ছেন শাসকের নজিরবিহীন জয়ের সম্ভাবনার কথা। রবিবার ভোটগ্রহণ পর্বের ‘চিত্র’ দেখে তাঁদের অনেকেই বলছেন, বিরোধীরা দু’অঙ্ক ছুঁতে পারলে সেটাই হবে ‘যথেষ্ট।কলকাতা পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারের। গণনা কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা। শহরে মোতায়েন কড়া হচ্ছে ২ হাজার বাহিনী।