রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, ঔষধ সমেত সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার দ্বারা অশান্তির বাতাবরণ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে, ৩ এপ্রিল,রবিবার বিকেল সাড়ে চারটা থেকে হাওড়ার বেলুড় বাজারের নেতাজী পার্ক থেকে শুরু করে বালি নিমতলা পর্যন্ত বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হয় কোনরকম শব্দযন্ত্রের ব্যবহার ব্যতীত। এই মিছিলের আহ্বায়ক ছিলেন বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর রায় চৌধুরী। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা(সদর) তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাওড়ার ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ , বালির বিধায়ক ডা: রানা চ্যাটার্জী ,হাওড়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৃষ্টিধর সহ বালি অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ