পূর্ব মেদিনীপুর জেলার রামনগর -১ ব্লকের গোবরা পঞ্চায়েত এলাকার আকনা বিরামপুর মৌজায় ১ নম্বর খতিয়ানভুক্ত জায়গায় আকনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ফিফটিন ফাইন্যান্স তহবিলের প্রাপ্ত অর্থ জল ক্লোরিনেশন প্ল্যান্ট এর এক গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন হল। মাঙ্গলিক কর্মসূচির পর ইট বসিয়ে স্থিতিস্থাপন করেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এই প্লান্টের মাধ্যমে জলের ক্লোরিনের পরীক্ষা করা যাবে । উপস্থিত হয়ে বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই প্লান্টের কাজ শেষ হলে এলাকায় জলের বিতরণ শুরু হবে। এক টাকায় ১ লিটার হিসাবে কুড়ি লিটার জল কুড়ি টাকায় পাওয়া যাবে। এই ব্লকের নটি পঞ্চায়েত সহ যাতায়াতকারী সমস্ত মানুষের পানীয় জলের সুবিধা হবে বলে তিনি জানিয়েছেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, গোবরা গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা সাউ ভূইয়া, উপ প্রধান দীপক পয়ড়্যা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও এলাকাবাসী।