দার্জিলিং ঃ রামপুরহাট কান্ডের ঘটনায় উত্তরবংগের সফর কাটছাট করে দার্জিলিং থেকে কলকাতা ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গত ১৬ মার্চ তিনি উত্তরবংগ সফরে এসেছিলেন। দুদিন জলদাপাড়ার বন বাংলোতে কাটিয়ে তিনি দার্জিলিং চলে যান। আগামীকাল তার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তারপর কলকাতায় ফিরে সেখান থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও গতকালের রামপুরহাটের নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে সফরের শেষ নির্ধারিত অনুষ্ঠান না সেরেই ফিরে যান তিনি। এরপাশাপাশি দার্জিলিং অবকাশকালীন রাজভবনের সুত্রে জানা গেছে গতকাল রামপুরহাট কান্ডের পর রাজ্যপালের টুইট নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি পড়ে তিনি রীতিমত ক্ষুদ্ধ। সেজন্যই তিনি মুখ্যমন্ত্রীর চিঠির কড়া ভাষায় জবাব দিতে কসুর করেন নি। এদিকে দিল্লি থেকে ফিরে রামপুরহাটের বটকুই গ্রামের স্বাজন হারানো মানুষদের শান্তনা দিতে গেলেও যেতে পারেন বলে জানা গেছে ওই সুত্রে।এদিকে আজ বেলা একটা নাগাদ দার্জিলিং থেকে কলকাতার উদ্দেশে বাগডোগরা বিমানবন্দরে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তিনি এবার আর বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি না হয়ে সোজা ভেতরে চলে যান। তবে জেলা প্রশাসন সুত্রে সর্বশেষ খবর পাওয়াগেছে আজ রাজ্যপাল কলকাতা ফিরে গেলেও কাল সকালেই তিনি ফের শিলিগুড়িতে তার নির্ধারিত কর্মসুচি বি এস এফ এর একটি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন।অনুষ্ঠান সেরে বিকেলে শিলিগুড়ি থেকেই তিনি দিল্লি ফিরে যাবেন।