HomeNewsরামপুরহাট হত্যাকাণ্ডে রাজ‍্য নয়, তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রামপুরহাট হত্যাকাণ্ডে রাজ‍্য নয়, তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়)রামপুরহাটের বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এ দিন কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের সিট কোনও তদন্ত করতে পারবে না।হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।যত দ্রুত সম্ভব সিবিআই-কে বগটুই গ্রামে যাওযার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রাথমিক তদন্তের পর আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তদন্তের নিরেপক্ষতা বজায় রাখতে হাইকোর্টের নজরদারিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলে দাবি করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা।এ দিন নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, গত সোমবার একটি ঘরে আটজনকে পুড়িয়ে মারার যে ঘটনা ঘটেছে, তাতে জনমানসে মারাত্মক প্রভাব পড়েছে। পুলিশ, আদালত, আইনের শাসনের উপরে সাধারণ মানুষের আস্থা ফেরাতে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তির প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।গত বুধবারই রামপুরহাট কাণ্ডে কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি গোটা গ্রাম সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments