নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার):রাশিয়া এবং ইউক্রেনে মধ্যে ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। এই দুই রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বিশ্বের কূটনীতিকরা। যুদ্ধ শুরুর একেবারে প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এই দুই প্রতিবেশী রাষ্ট্র। যদি এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে আন্তর্জাতিক তেলের বাজার এর প্রভাব পড়বে। অপরিশোধিত তেলের দাম মাত্রাতিরিক্ত ছাড়িয়ে যাবে। সেসময় ব্যারেল প্রতি 100 ডলার বেড়ে যাবে অপরিশোধিত তেলের দাম।এ সময় কালে বিভিন্ন দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি হতে পারে। এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের ওপর তার প্রভাব পড়বে। এর ফলে জ্বালানি তেলের দাম বিপুল হারে বাড়তে থাকবে।তাই এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বে। বর্তমানে ইউরোপের 40 শতাংশেরও বেশি গ্যাস সরবরাহ হয় রাশিয়া থেকে। তাই সরাসরি বিপদে পড়ে যাবেন সাধারণ মানুষ। এরইমধ্যে অপরিশোধিত তেলের দামের পাশাপাশি শেয়ারবাজারেও যুদ্ধ শুরুর প্রাকমুহুর্তের প্রভাব পড়তে দেখা যাচ্ছে। ভারতীয় স্টক মার্কেটেও পতন হচ্ছে।রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তাতে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 96.3 ডলার ছুঁয়ে ফেলেছে। সোমবার বিশ্বব্যাপী তেলের দাম 2 শতাংশ হারে বেড়েছে। ইউরোপেও প্রাকৃতিক গ্যাসের দাম 6 শতাংশ বেড়ে গিয়েছে।ইউরোপের বিভিন্ন দেশ তাদের প্রয়োজনীয় তেলের কুড়ি শতাংশ বেশি রাশিয়া থেকে আনে।তাছাড়া রাশিয়া বিশ্বের প্রায় 10% তামা এবং 10% অ্যালুমিনিয়াম উৎপাদন করে থাকে। যুদ্ধ শুরু হলে ভারতেও তার প্রভাব পড়বে। যুদ্ধের সময় সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে শেয়ারবাজারের আরও পতন লক্ষ করা যাবে।