রিষড়া থেকে মেশিনগান সহ গ্রেফতার দুষ্কৃতি।চন্দননগর পুলিশের গোয়েন্দা দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হানা দেয় রিষড়ার ৩ নং নতুনগ্রাম নিত্যানন্দপল্লীতে।সেখান থেকে সৌমেন্দু দাস(বিল্টু)কে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে একটি কারবাইনের মত দেখতে ইমপ্রোভাইসড মেশিন গান,একটি ম্যাগাজিন,এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।গোবিন্দ দাস নামে আরো একজনকে গ্রেফতার করে চন্দননগর পিসির গোয়েন্দারা।গোবিন্দর কাছ থেকে তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।ধৃতদের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।আজ ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।প্রসঙ্গত বগটুই এর ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে যত বেআইনি অস্ত্র আছে উদ্ধার করতে হবে।এর পরেই পুলিশের তৎপরতা বাড়ে।হুগলিতেও গত কয়েকদিনে অনেক বেআইনি অস্ত্র উদ্ধার হয়।ধরা পরে দুষ্কৃতিরা।তবে সেগুলো ছিল হয় পিস্তল নাহলে দেশী পাইপ গান।তবে এবার রিষড়ায় মেশিন গান ধরা পরায় চিন্তায় চন্দননগর পুলিশের গোয়েন্দারা