HomeUncategorizedরূপকথা MM" স্বনির্ভর মহিলাদের উদ্যোগে "ত্রিনয়নী" এক্সিবিশন -১।

রূপকথা MM” স্বনির্ভর মহিলাদের উদ্যোগে “ত্রিনয়নী” এক্সিবিশন -১।

spot_img
- Advertisement -

“রূপকথা MM” স্বনির্ভর মহিলাদের উদ্যোগে “ত্রিনয়নী” এক্সিবিশন -১।

নিজস্ব সংবাদদাতা সম্পা :”ত্রিনয়নী” মূলত একটা ফেসবুক গ্রুপ যেখানে স্বনির্ভর মহিলারা মিলিত ভাবে অনলাইন বা অফলাইন বিভিন্ন প্রোডাকট নিয়ে বিসনেস করে।সব মহিলারা মিলিত ভাবে মহালয়ার ঠিক আগের দিনেই শুরু করেছেন ধামাকাদার এক্সিবিশন।ফ্যাশন এন্ড লাইফস্টাইল এক্সিবিশন কাম সেল ১৩,১৪,১৫ অক্টোবর বেলা ২ টো থেকে রাত ১০ টা অব্দি বেহালায় এই প্রথমবার এমন এক্সিবিশন। স্বনির্ভর মহিলাদের একত্রিত উদ্যোগ এই এক্সিবিশনে পাবেন হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে নিজেদের হাতে বানানো আচার, খাবার, ঘর সাজানোর হ্যান্ডক্রাফট, শান্তিনিকেতনের কুর্তি,রং বেরঙের গাছপালা,হাতে আঁকা টি-শার্টস, হাতে আঁকা কুর্তি, হাতে আঁকা শাড়ী,রয়েছে ট্যাটু করানোর সুযোগ, ট্যারট কার্ডে নিজের ভাগ্য পরীক্ষা ও করতে পারবেন । সুন্দবনের মহিলাদের হাতের কাজ রয়েছে ,জিভে জল আনা সব খাবার রয়েছে ।প্রতিটি ষ্টল থেকে কেনাটা করলেই থাকছে আকর্ষণীয়া উপহার।পুজোর কেনাকাটার জন্য সমস্ত কিছু স্বল্প মূল্যে পাবেন।প্রায় ২১ টার মত ষ্টল পাবেন।বেহালা অশোকা সিনেমা হলের উল্টো দিকে আরকেডিয়া ক্লাবের উল্টোদিকে ২ নং বাড়ি।

 

যোগাযোগ নং:অনিন্দিতা ব্যানার্জী 79805 81253

 

 

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments