নিজস্ব সংবাদদাতা সম্পা :বাঙালির সেরা উৎসব দূর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন এরই মধ্যে কেনাকাটার ধুম লেগেই আছে। মহালয়ার ঠিক আগের দিনেই শুরু হতে চলেছে ধামাকাদার এক্সিবিশন। আগামী ১৩,১৪,১৫ অক্টোবর বেলা ২ টো থেকে রাত ১০ টা অব্দি বেহালায় এই প্রথমবার হতে চলেছে এমন এক্সিবিশন। যেখানে স্বনির্ভর মহিলাদের একত্রিত এমন উদ্যোগ। দশ ভূজা নারী যারা ঘরের কাজ সামলেও নিজেদের হাতে তৈরি করে নিজস্ব প্রোডাক্ট। এই এক্সিবিশনে পাবেন হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে নিজেদের হাতে বানানো আচার, খাবার, ঘর সাজানোর হ্যান্ডক্রাফট, শান্তিনিকেতনের কুর্তি,রংবেরঙের গাছপালা, র-স্টোন জুয়েলারি,রয়েছে ট্যাটু করানোর সুযোগ ।প্রত্যন্ত এলাকার মহিলাদের হাতের কাজ থাকবে,যাদের হাতের ছোঁয়ায় জাদু রয়েছে অভাব দারিদ্রতায় ভাটা পড়েনি তাঁদের শৈল্পিক শৈলী।বাচ্চাদের কথা মাথায় রেখে থাকছে খেলার ব্যবস্থা, সাথে রয়েছে চোখের খিদে, পেটের খিদেয় জিভে জল আনা সব খাবার।প্রতিটি ষ্টল থেকে কেনাটা করলেই থাকছে আকর্ষণীয়া উপহার।
“রূপকথা MM ” একটা ফেসবুক পেজ যেটা স্বনির্ভর মহিলাদের প্রচেষ্টায় গড়ে ওঠে। সেই স্বনির্ভর মহিলাদের প্রচেষ্টায় এই প্রথমবার এক্সিবিশন-এর উদ্যোগ।বেহাল অশোকা সিনেমা হলের উল্টো দিকে ৩ দিন ব্যাপী চলবে এই এক্সিবিশন।
যোগাযোগ মাধ্যম “রূপকথা” ফেসবুক পেজ।
ফোন নং -7980901113/7980581253/7439085277