রোটারিয়ান অমিতাভ ব্যানার্জি, রূপা মজুমদার এবং মধু অরোরার সভাপতিত্বে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সেন্টেনারি, ক্যালকাটা রেনেসাঁ এবং ইউনিওয়ার্ল্ড সিটির সদ্যস্যারা রাখী পূর্ণিমার দিনে আলিপুরের কমান্ড হসপিটালে ম্যাজর বিজয় এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ন মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন । ক্লাবের মহিলা সদ্যসরা ইস্টার্ন কমান্ড হসপিটালের অফিসারদের হাতে রাখী পড়িয়ে মিষ্টি মুখ করান।