নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে অভিযান চালায় ইডির অফিসাররা। এবার নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়ে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়ের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী অফিসাররা।
জানা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের ৩ টিও তিনটি ডেস্কটপ কম্পিউটারের নথি খতিয়ে দেখা হয়েছে যে মধ্যে ২ টি কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে।
অনেক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কের মধ্য কলকাতার একটি শাখায় রুজিরা নারুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। একই ব্যাঙ্কে রুজিরা বন্দ্যোপাধ্যায় নামে থাকা এলাহাবাদ শাখার অ্যাকাউন্টেরও ১৪২ পাতার স্টেটমেন্টও বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে উদ্ধার করা হয় নথি। সেই নথির ভিত্তিতা ২১ অগস্ট বেলা সাড়ে ১১ টা থেকে পরের দিন ভোর রাত পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টা নিউ আলিপুরের পি ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।
অভিযান চালিয়ে অনুসারে, ওই সংস্থার ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন হিসাব নিকাশের নথি বাজেয়াপ্ত করে ইডি। এছাড়াও সংস্থার কর্মীদের প্রোফেশনাল ট্যাক্স সংক্রান্ত নথিও ইডির হাতে এসেছে। জানা যায় যে লিপস অ্যান্ড বাউন্ডস তৈরি হওয়ার আগে ওই সংস্থার নাম ছিল অনিমেষ ট্রেড লিঙ্ক। সেই সংস্থা কিনে নেওয়া হয় এবং নাম দেওয়া হয় লিপস অ্যান্ড বাউন্ডস। সেই কেনা বেচা সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা।