নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): মহুয়া মৈত্র লোকসভা থেকে বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। ঘুষ নিয়ে প্রশ্ন করার মামলায় শুক্রবার মহুয়া মৈত্রকে নিম্নকক্ষ থেকে বের করে দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ।
ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং সংসদে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন।
এথিক্স কমিটির রিপোর্ট গ্রহণ করার পর ৮ ডিসেম্বর মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ ও দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর তরফে একটি হলফনামাও দাখিল করা হয়েছিল, যেখানে তিনি দাবী করেছিলেন যে মহুয়া আদানি গোষ্ঠীর বিষয়ে প্রশ্ন তোলার জন্য সংসদের লগইন বিশদ শেয়ার করেছিলেন।
বহিষ্কারের পর এথিক্স কমিটিকেও নিশানা করেছিলেন মহুয়া। তিনি ‘প্রমাণ ছাড়া’ পদক্ষেপের অভিযোগ করেছিলেন। তিনি আরও বলেন, এটা বিরোধীদের টার্গেট করার অস্ত্রে পরিণত হচ্ছে। তার অভিযোগ, এথিক্স কমিটি সব নিয়ম ভঙ্গ করেছে। তিনি বলেছিলেন, কমিটির প্রতিবেদন নেওয়ার সময় তিনি তার ব্যাখ্যা উপস্থাপনের সুযোগও পাননি।
২ ডিসেম্বর মহুয়াকেও এথিক্স কমিটির সামনে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি কমিটির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তিনি বেরিয়ে এসে খোদ কমিটিকেই ভুল প্রশ্ন করার অভিযোগ তোলেন। সেই সময় কমিটির সদস্য দানিশ আলীও মহুয়ার সমর্থনে নেমেছিলেন।