নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১৬ই আগস্ট “আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ প্রেসেন্টস”-এর কর্ণধার অমিতাভ বোস-এর উদ্যোগে এই প্রথমবার নাগেরবাজারে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হলো এপেক্স অডিটরিয়ামে।এই ফেস্টিভ্যালে সারা বাংলা থেকে ১৫টা শর্ট ফিল্ম জমা পরে , তার মধ্যে থেকে ৬টি সিনেমা নমিনেশন পেয়েছে। সেরা শর্ট ফিল্ম-এর অ্যাওয়ার্ড পেয়েছে “অবনী দা বাড়ী আছো “। সেরা শর্ট ফিল্ম-এর অ্যাওয়ার্ড তুলে দিলেন বিখ্যাত নাট্যকর দেবাশীষ দত্ত’র হাত থেকে ।সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পার্থ সারথি জোয়ারদার “অবনী দা বাড়ী আছো ” সিনেমাটির জন্য। সেরা অভিনেতা হয়েছেন “নারী” সিনেমার অভিনেতা অরুনাভ সেন। সেরা অভিনেত্রী হয়েছেন অ-ব্যক্ত সিনেমায় অভিনিত অভিনেত্রী বিদিশা। ৩ জন বিচারক উপস্থিত ছিলেন, বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক দেবাশীষ ঘোষ, বিখ্যাত সিনেমাটোগ্রাফার মলয় মন্ডল, বিশিষ্ট জ্যোতিস ও বাস্তু বিশারদ তনুশ্রী সোম।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন “আরাত্রিকা ক্রিয়েশন
ইভেন্ট” গ্রুপ -এর ম্যানেজিং ডিরেক্টর তথা “ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট”ফিল্ম প্রোডিউসার এন্ড ডিস্ট্রিবিউটর অমিতাভ বোস এবং তাঁর টিম।