HomeKolkata"শান্তিনগর জীবন সাথী সংঘ " ৩৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে "রক্তদান শিবির" এবং...

“শান্তিনগর জীবন সাথী সংঘ ” ৩৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে “রক্তদান শিবির” এবং অ্যাম্বুলেন্স উদ্বোধন।

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা :২৪শে জুলাই শান্তিনগর জীবন সাথী নগর ক্লাবের ৩৯তম জন্ম বার্ষিকীতে ১১৬ বিধান নগর বিধানসভার ৩৬ নং ওয়ার্ডে মন্ত্রী সুজিত বোস এবং পৌরমাতা চামেলী নস্কর মন্ডল -এর হাত ধরে “অ্যাম্বুলেন্স উদ্বোধন”হলো ।এছাড়াও এদিন দুঃস্থ পিছিয়ে পরাদের,বস্ত্র দিলেন এবং শিক্ষার্থীদের হাতে বইখাতা তুলে দিলেন, সবার হাতে বৃক্ষ তুলে দিয়ে পরিবেশ সচেতনের বার্তা দিলেন।এদিন ৮০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন, ১০০ জন শিক্ষার্থীদের হাতে খাতা, পেন, জলের বোতল তুলে দিলেন,৫০ জন মানুষ কে শাড়ী বিতরণ করেছে।

উদ্যোগ নিয়েছেন -বিশ্বজিৎ বৈদ্য ও বাপি বনু।
পরিচালনায় -“শান্তিনগর জীবন সাথী সংঘ ”

উপস্থিত ছিলেন,মন্ত্রী সুজিত বোস,বিধাননগর পৌরনীগমের ৩৬ নং ওয়ার্ডের পৌরমাতা চামেলী নস্কর মন্ডল,মোহনবাগানের অধিনায়ক অভিষেক সূর্যবংশী,মোহনবাগান ক্লাবের সেক্রেটারি দেবাশীষ দত্ত,মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন ব্যানার্জী, ফুটবল খেলোয়াড় দেবজিৎ মজুমদার,
পুলিশ অফিসার ইনচার্জ মহাকাশ চৌধুরী, সঞ্জীব আচাড়িয়া, সমাজসেবী ডি. আশিস।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments