নিজস্ব সংবাদদাতা সম্পা :দোল যাত্রা ২৫শে মার্চ হলেও তার আগে থেকেই দিকে দিকে বসন্ত উৎসব পালিত হচ্ছে। ফাগুনের নবীন আনন্দে রবি ঠাকুরের হাত ধরে যে বসন্ত উৎসব শুরু হয়েছিল শান্তিনিকেতনে,তার ছোয়া দেখা গেলো সাতগাছিয়ায়।২৩শে মার্চ ২৪ নং ওয়ার্ডে সাতগাছিয়া স্পোর্টস কমপ্লেক্সে ময়দানে “বসন্ত উৎসব” পালিত হলো । ২৪নং ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের নিয়ে পৌরপিতা কমল মন্ডল বিগত পাঁচ বছর ধরে বসন্ত উৎসব পালন করে চলেছেন। এলাকার মানুষ এই উদ্যোগে ভীষণ খুশি, পৌর পিতা কমল মন্ডল এই প্রসঙ্গে বলেন এলাকার মানুষ খুশি হলে আমিও খুব খুশি।আট থেকে ৮০ সবার মনে রং লেগেছে এলাকার সবাই রাঙা আবিরের ছোঁয়ায় মেতে উঠেছে। আবির খেলার সাথে সাথে ছিল নৃত্য এবং গানের ব্যবস্থা, এত আয়োজনের পর একটু খাওয়া দাওয়া থাকবেনা তাই কি হয় খাবারের আয়োজনে ছিল সব মিলিয়ে রঙিন ছোঁয়ায় মন ভরে উঠেছে এলাকাবাসীদের। উপস্থিত ছিলো,পৌরপিতা কমল মন্ডল, তৃণমূল কর্মীবৃন্দরা এবং এলাকাবাসী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা।