HomeEntertainmentশারদীয়ার সেরা মুখ সিজন-২, প্রীতি জৈন এন্টারটেইনমেন্ট এবং বালাজির এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে...

শারদীয়ার সেরা মুখ সিজন-২, প্রীতি জৈন এন্টারটেইনমেন্ট এবং বালাজির এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১৫ই সেপ্টেম্বর ডানলপে শ্রীগুরু ব্যাংকোয়েট-এ প্রায় ৮০ থেকে ৯০ জন মডেলকে নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উত্তর কলকাতায় বিখ্যাত এই শো-এ ৪০ ফুট লম্বা ও ১৬ ফুট চওড়ার র‍্যাম্পে কলকাতার নামিদামি ব্রান্ড ও ডিজাইনার নিজেদের ডিজাইনার পোশাক এবং ডিজাইনার জুয়েলারি তুলে ধরেন। ছেলে মেয়ে উভয় ছোট থেকে বড়ো সমস্ত বয়সের মডেলরা ৱ্যাম্পে হেঁটেছেন ডিজাইনার পোশাক এবং ডিজাইনার জুয়েলারি পরিধান করে।এই শোতে স্পন্সর পার্টনার ছিলেন দক্ষিণ কলকাতা বিখ্যাত পেটুক -এর বিপ্লব বসু। জুরি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন পার্মী গোস্বামী,মডেল পারমিতা ব্যানার্জি , গ্রুমার – ভিহান সিং , গুহা ঠাকুরতা। তাদের প্রচেষ্টায় বেছে নেওয়া হলো এবারের শারদীয়ার সেরা মুখ । অনুষ্ঠানটিতে মডেলদের কো-অরডিনেট করার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত বিহান স্যার এবং ইয়ং সুরভী।উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, ড্রিম ক্যাচার জুয়েলারি ও প্রপস ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য , জিৎ বাসু, আসিফ খান জাগরনের অভিষেক দত্ত এবং ফেমাস লাভিয়া ফ্যাশন ব্রান্ড থেকে পুজোর কিছু কালেকশন লঞ্চ করা হয়।উল্লেখ্য এই অনুষ্ঠানে পাঁচ জন বোর্ড মেম্বার বালাজি, পিটি এন্টারটেইনমেন্ট এর প্রীতি জৈন , ডিজাইনার রঞ্জিত ভট্টাচারিয়া, গ্রাউন হোল্ডার পরমি গোস্বামী এদের মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলতা পায়।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments