শিবরাত্রি, শিবের বিয়ে, গাই যে শিবের গানসবাই মিলে চলো রে ভাই শিব- বাবারই স্থান,বর আসবে, বরযাত্রী আসবে, আসবে নন্দী ভৃঙ্গিআরো সবাই সাঙ্গোপাঙ্গো বাবার যত বিরিঙ্গী।রাত জাগবো গান গাইবো মালা বদল হবেচারটি প্রহর জাগতে হবে তবেই বিয়ে হবে,আকন্দ ফুল,ধুতুরা আর এনো জোড়া বেলঘি, মধু,গঙ্গাজল আর আনবে সুগন্ধি তেল।কলকে গাঁজা এনো যদি পারো ছিলিম দুই কাঁচা দুধ আর গঙ্গা মাটি লাগবে টাটকা দই।শিব-দুর্গার মিলন হবে আজ রাতেরই শেষেমাকে নিয়ে যাবেন বাবা কৈলাসেরই দেশে।বাবা আমাদের দয়াল ঠাকুর নামেই ভোলাভালাবাবার পূজো করলে ভরে আশীর্বাদের ডালা।এসো এবার সবাই মিলে করি বাবার নামবাবার প্রসাদ পেলে সবার পূরবে মনষ্কাম।বাবা ভোলানাথ ভোলেভালা, অল্পে তুষ্ট হয়রাগলে বাধবে দক্ষযজ্ঞ, কারো বাপের নয়।নটরাজের নৃত্য যখন করেন বাবা-শুরুস্বর্গ, মর্ত্য, পাতাল কাঁপে, বুক যে দুরু-দুরু।শিব-দূর্গার মিলন রাতে জয়ধ্বনি দিইহর-হর, ব্যোম-ব্যোম বলে বাবার প্রসাদ নিই।