HomeCountryশিলিগুড়ি জেলা হাসপাতালের শৌচালয়ে এক ব্যক্তির ঝুলন্ত দেহ

শিলিগুড়ি জেলা হাসপাতালের শৌচালয়ে এক ব্যক্তির ঝুলন্ত দেহ

- Advertisement -

শিলিগুড়ি জেলা হাসপাতালের শৌচালয়ে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির জেলা হাসপাতালে । জানা গিয়েছে মৃতের নাম সূরজিৎ চক্রবর্তী ,বয়স (৫২) ,এনজেপির ভালোবাসা মোড়ের বাসিন্দা । গত ১৮ই ডিসেম্বর শনিবার পেট ব্যাথা নিয়ে ভর্তি হন শিলিগুড়ি জেলা হাসপাতালে ,এরপরে ২০ ডিসেম্বর সোমবার সেই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান হাসপাতাল কর্তৃপক্ষ। তৎখনাৎ খবর দেওয়া হয় পরিবারকে । এরপরে ছুটে আসে পরিবারের সদস্যরা । পরিবার সুত্রে জানা গিয়েছে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। কিছুদিন ধরে পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদেও ভুগছিলেন । ঘটনার পর সেই দেহ উদ্ধার করে উওর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।শিলিগুড়ি থেকে বাপ্পা রায়ের রিপোর্ট হামার খবর।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

AI Calculator

Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


This will close in 20 seconds