শিলিগুড়ি ঃ গতকাল শিলিগুড়ির করোনেশন ব্রিজে বিনা অনুমতিতে গাড়িতে আগুন লাগিয়ে শুটিং এর ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে জনমানসে ব্যাপক বিতর্ক শুরু হওয়ার পর নড়ে চড়ে বসল প্রশাসন। যদিও গতকালকেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ডি আই জির নেতৃত্বে পুলিশ আধিকারকদের একটি দল ঘটনাস্থল সেবক ব্রীজে তদন্তে যায়। আর আজ সকালে ক্লোস হলেন সেভক ফাড়ির ওসি। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার লাইন প্রডিউসার চৌতালি ব্যানার্জি ও ।তিস্তা করোনেশন ব্রিজ বোম ব্লাস্ট। দাও দাও করে চলছে একটি গাড়ি। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের মনে উৎকণ্ঠা বাড়তে থাকে। জিজ্ঞাস্য, কি হলো,কেন হলো, কিসের থেকে হলো ? সঠিক উত্তর পাওয়া যায়নি। অবশেষে জানা গেল একটি সিনেমার শুটিংয়ে ব্লাস্টিং দৃশ্যটি চিত্রায়িত করানোর জন্য সেবক করোনেশন ব্রিজ এর ঠিক মাঝখানে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও এই ব্যাপারে কার্শিয়াং মহকুমার শাসক এবং কালিম্পং জেলা শাসক জানিয়েছেন সিনেমার শুটিংয়ের কোনো ব্যাপারে তাদের জানা নেই। স্থানীয় সুত্র থেকে জানা গেছে শুটিং পার্টি স্থানীয় থানা কে মৌখিক ভাবে জানিয়েছিল তারা শুটিং করতে আগ্রহী। থানার ওসি মুখে হ্যাঁ বলে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কিভাবে এরকম একটি ভয়ঙ্কর দৃশ্য পারমিশন ছাড়াই শুটিং করল ? শিলিগুড়ির সাথে ডুয়ার্সের সংযোগকারী প্রধান সড়ক পথ এবং গুরুত্বপূর্ণ ব্রিজ, সেবক করোনেশন ব্রীজের উপরে এ ধরনের ঘটনা কেন হলো সেটাই সবার মনে ঘোড়াড়াফেরা করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন