HomeStateশিলিগুড়ি ঃ দুই অভিন্ন হৃদয়ের বান্ধবি এক বান্ধবির বিয়ে ঠিক হওয়ায় একে...

শিলিগুড়ি ঃ দুই অভিন্ন হৃদয়ের বান্ধবি এক বান্ধবির বিয়ে ঠিক হওয়ায় একে অপরের থেকে বিচ্ছেদের ভয়ে এক ওড়নায় ফাস দিয়ে আত্মহত্যা দুই বান্ধবির

spot_img
- Advertisement -

শিলিগুড়ি ঃ দুই অভিন্ন হৃদয়ের বান্ধবি এক বান্ধবির বিয়ে ঠিক হওয়ায় একে অপরের থেকে বিচ্ছেদের ভয়ে এক ওড়নায় ফাস দিয়ে আত্মহত্যা দুই বান্ধবির। আর এই দুই যুবতী বান্ধবির ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুরনিগমের 42 নং ওয়ার্ডের ভূপেন্দ্র নগর এলাকায়। জানা গিয়েছে এই দুই যুবতী বান্ধবী। এই দুজনের নাম প্রিয়াঙ্কা বর্মন এবং দীপ্তি রায়। মঙ্গলবার বিকেলে প্রিয়াঙ্কা বর্মন এর বাড়িতে কেউ না থাকায় তারা দুজনই একই ওরনা তে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় । ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সমস্ত ঘটনা তদন্তে পুলিশ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments