দার্জিলিং ঃ শিলিগুড়ি বাসির পক্ষ থেকে দার্জ্জিলিংরত রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ও তার স্ত্রীকে দোলের শুভেচ্ছা জানিয়ে এলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।প্রসংগত গত সপ্তাহেই স্বস্ত্রীক রাজ্যপাল ৮ দিনের উত্তরবংগ সফরে আসেন। বাগডোগরা বিমানবন্দর থেকে তারা সোজা চলে যান জলদাপাড়ায় হলং বনবাংলোতে। সেখানে তারা দুদিন কাটিয়ে শনিবার দার্জিলিং এ যান। যদিও রাজ্যপালের এই সফরে সরকারি কোন অনুষ্ঠানে যোগদেবার কর্মসুচী এবার ছিলনা। অপরদিকে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ নিজেও বিধানসভায় বাজেট অধিবেশন থাকায় ব্যাস্ত থাকায় কলকাতাতেই ছিলেন। শনিবার তিনি শিলিগুড়ি ফিরে আসেন। আর তারপরেই রবিবার তিনি দার্জিলিং গিয়ে শিলিগুড়ি বাসির পক্ষ থেকে রাজ্যপাল ও তার স্ত্রীকে দোলের শুভেচ্ছা জানিয়ে আসেন।প্রসংগত শিলিগুড়ি পুরনিগম ও উত্তরের পুরসভাগুলির নির্বাচনের পর রাজ্যপালের এই উত্তরবংগ সফর। সব পুর নির্বাচনেই বিজেপির কোন সাফল্য পায় নি। এমনকি খোদ শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে দাঁড়িয়ে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ হেরে গেছিলেন।তারপরেও শিলিগুড়ি থেকে এতটা চড়াই উৎড়াই পাহাড়ি পথ পেড়িয়ে তার রাজ্যপালের সাক্ষ্যাৎ শুধু শুভেচ্ছা জানানো সেটা শিলিগুড়িবাসি মেনে নিতে নারাজ। যদিও শংকর বাবুর দাবি পুরোটাই দোলের শুভেচ্ছা জানানো। এর বাইরে কিছু নয়।