বহু প্রতীক্ষিত ভারতবর্ষের প্রথম ‘THE SHADES OF NUDE’ এক্সিবিশনটি ভারতবর্ষের একঝাঁক তারকা সমাবেশে শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ইমেজক্রাফটের প্রেসিডেন্ট শংকর দাস, গায়ক সুরকার সুরজিৎ মুখার্জি, পন্ডিত মল্লার ঘোষ, পন্ডিত সুভাষ সিংহ, পরিচালক আর ডি নাথ, রাশিয়ার বিমান ভট্টাচার্য, শিল্পী সুরথ চক্রবর্তী, মিস কোলকাতা তিলোত্তমা শর্মিষ্ঠা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এক্সিবিশন হলটি ছিল জনজোয়ারে প্লাবিত। গায়ক সুরজিৎ মুখার্জি বলেন এই এক্সিবিশন শুধু ভারত নয়, বিশ্বের বুকে একটি শুভ বার্তা প্রেরণ করবে এবং ইতিহাস সৃষ্টি করবে। তিনি শিল্পী সুরথ চক্রবর্তীর এই ভাবনাকে কুর্নিশ জানান। ড: পার্থ সারথি মুখার্জি ভুয়সী প্রশংসা করেন এই এক্সিবিশনের। তিনি বলেন বৈদেশিক আক্রমণে ভারতবর্ষের শিল্প সংস্কৃতির যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি এই এক্সিবিশন সমাজকে শুভ বার্তা দিয়ে তা পূরণ করবে।
এই এক্সিবিশনে শর্মিষ্ঠার প্রায় ৯৬ টি পেইন্টিং ভাস্কর্য ও ফটোগ্রাফি ছিল। বিশ্ব বিখ্যাত স্কাল্পচারিস্ট রামকুমার মান্না শর্মিষ্ঠার প্রায় ৬ ফুট উচ্চতার মূর্তি তৈরি করেন। এক্সিবিশনের প্রধান আকর্ষণ ছিল শিল্পী সনাতন দিন্দার অসামান্য পেইন্টিং, আর ডি নাথের ব্রহ্মাণ্ড এবং নারী নিয়ে কাজ, গোপাল নস্করের অনবদ্য সৃষ্টি, সুরথ চক্রবর্তীর একের পর এক ফটোগ্রাফিকে পেইন্টিংয়ের রূপদান, বিশিষ্ট ফটোগ্রাফার পার্থ ভট্টাচার্য, রূপকথা রুদ্র,প্রসেনজিৎ সান্যাল,উৎপল দাস,জয়েন্ত ভট্টাচার্য, সুভাশিষ ভঞ্জ,সুবির মিত্র, সতিনাথ দাস সহ সকলের কাজ নজর কারে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত উদ্বোধনের দিনই দুটি ছবি ক্রয় করেন। সুদূর দিল্লি থেকে আসা দিল্লি আর্ট কলেজের অধ্যাপিকা ডঃ সবিতা নাগ এই এক্সিবিশন দেখে আপ্লুত, তিনি বলেন ভারতের প্রত্যেকটি রাজ্যে এই এক্সিবিশন পুনরায় হওয়া উচিত। এই এক্সিবিশনই শিল্পকে সাবালক করতে পারবে। মুম্বাইয়ের হিতৈষী আর্ট গ্যালারির কর্তৃপক্ষ এই এক্সিবিশনটিকে এপ্রিলে মুম্বাইতে করার জন্য বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবকে অনুরোধ করেন। এককথায় রেকর্ড ভিড়, নক্ষত্র সমাবেশ এবং উন্নত কাজ সব মিলিয়ে ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপ্রদর্শনীর স্থান পায় বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ‘THE SHADES OF NUDE’ এক্সিবিশনটি।