HomeUncategorizedশীতের পোশাক মার্কেটিং করতে গিয়ে ছোট্ট ৭ বছরের শিশু সহ নিখোঁজ একই...

শীতের পোশাক মার্কেটিং করতে গিয়ে ছোট্ট ৭ বছরের শিশু সহ নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ।

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): শীতের পোশাক মার্কেটিং করতে গিয়ে ছোট্ট ৭ বছরের শিশু সহ নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ। ৪৮ ঘণ্টা পার হতে চললেও তিনজনের কারোও কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালিতে। জানা গিয়েছে, বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা কর্মকার পরিবারের দুই বউ, অনন্যা কর্মকার (বড় বউ) ও রিয়া কর্মকার (ছোট বউ) বাড়ির একমাত্র খুদে সদস্য আয়ুষ কর্মকারকে নিয়ে মার্কেটিং করতে যাওয়ার উদ্দেশে বুধবার, ১৫ ডিসেম্বর বাড়ি থেকে বের হন। বালি থেকে শ্রীরামপুরে মার্কেটিং করতে আসার জন্য বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপর দুপুর ৩টে থেকেই তাঁদের সঙ্গে ফোনে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন করলেই মোবাইলটি সুইচড অফ বলতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও, আর কেউ বাড়ি ফেরেননি।৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কারও কোনও খোঁজ মেলেনি। শাশুড়ি মিতা কর্মকারসহ বাড়ির অন‍্যান‍্যজন জানিয়েছেন, সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়েছে। কিন্তু পরিচিত কারও বাড়িতেই যাননি তাঁরা। এই পরিস্থিতিতে স্থানীয় নিশ্চিন্দা থানায় ‘মিসিং ডায়েরি’ করেছেন বাড়ির লোকেরা।ওদিকে, শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছে যে, মোবাইলে শেষ লোকেশন শ্রীরামপুর পাওয়া গিয়েছে। অর্থাৎ ১৫ তারিখ মার্কেটিং করার জন্য তাঁরা ৩ জন শ্রীরামপুর পৌঁছেছিলেন। কিন্তু তারপর তাঁরা কোথায় ‘নিখোঁজ’ হয়ে গেলেন? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments