শুভ দোল পূর্ণিমার উৎসবকে সামনে রেখে ইউক্রেন ও রাশিয়ায় চলতে থাকা যুদ্ধ বন্ধ এবং শান্তি ফেরার বার্তা দিলো একদল সমাজ প্রেমী মানুষ। এদিন রঙ দিয়ে রাস্তায় লিখে দিলেন যুদ্ধ নয় শান্তি চাই, হাতে কিছু পায়রা নিয়ে গল্প কিছু পোষ্টার ঝুলিয়ে উড়ালেন আকাশে শান্তির কামনার লক্ষে। মূলত দেখা যায় যে কোনো দেশের যুদ্ধই প্রভাব ফেলে সারা বিশ্বে মানব জীবনে আনে অর্থনৈতিক সঙ্কট তাই যুদ্ধ বন্ধ থেকে মূল শ্রোতে ফিরুক রাশিয়া ইউক্রেন। সেই শান্তি কামনায় এদিন বেলা ১১টা নাগাত চুঁচুড়ার ব্যান্ডেল লাগোয়া জিটি রোডের উপর রাস্তায় এই অভিনব ভাবে দোকানে উৎসব পালন করতে দেখা গেলে একদল যুবকদের। বক্তব্য রাখেন সমাজ প্রেমী রাজীব নাগ