টলি স্টার অ্যাওয়ার্ডের নিমন্ত্রণের পর্ব।
নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে “টলিস্টার অ্যাওয়ার্ড”-এর মূল অনুষ্ঠান। “টলিস্টার অ্যাওয়ার্ড” অনুষ্ঠানের নিমন্ত্রণ পর্ব শুরু হলো কলকাতার বিভিন্ন প্রান্তে থাকা স্টুডিওতে পৌঁছে গিয়ে,নিমন্ত্রণ করেন “ভিক্স ভেন্চার প্রোডাক্সন”-এর কর্ণধার সৌভিক মান্না এবং তাঁর সাথে ছিলেন অন্যতম জুরি সদস্য পরিচালক অয়ন সেনগুপ্ত ।
বাংলা সিরিয়ালের সফল অভিনেতা/অভিনেত্রীদের এবং পরিচালকদের হাতে আমন্ত্রণ পত্র তুলে দিলেন।
নিমন্ত্রণ পত্র পেয়ে আপ্লুত পল্লবী শর্মা, রুবেল দাস, সাহেব ভট্টাচার্য , সুস্মিতা দে, অর্পিতা মুখার্জী,দিয়া মুখার্জী, অরিন্দ্য ব্যানার্জী,মানসী সেনগুপ্ত , নীল ভট্টাচার্য , শিশু অভিনেত্রী রাধিকা ওরফে মিহি।
শুধুমাত্র ক্যামেরার সামনের মানুষরা নন,”টলিস্টার” স্বীকৃতি দিতে ভোলেনি ক্যামেরার পেছনে থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা দর্শকের মনোরঞ্জন করেন সে সমস্ত পরিচালকদেরও,
সুমন দাস, অনুপ চক্রবর্তী , লক্ষণ ঘোষ, পাভেল ঘোষ সহ সকল পরিচালকরা উচ্ছ্বসিত তাদের স্বীকৃতির জন্য।
প্রত্যেকে পুরষ্কারের আমন্ত্রণপত্র সানন্দে গ্রহণ করেন এবং অপেক্ষায় আছেন। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টলিস্টার অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান।
অপেক্ষায় রইলাম এক নক্ষত্রখচিত রঙিন রাতের জন্য।