শ্রমিক ঐক্য মঞ্চ ও ভবানীপুর ইয়ুথ ফোরাম এর যৌথ উদ্যোগে রক্তদান কথায় আছে রক্ত কোন কলকারখানায় তৈরি হয়না রক্তদান করলে একটি প্রাণ বাঁচে তাই ভবানীপুরের যগুবাবুর বাজারে আজ মহতি রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রাশ মাননীয় মদন মিত্র মহাশয় ভবানীপুরের অসহায় মানুষের বন্ধু ঝন্টু দে বিশেষভাবে উল্লেখ্য আজ ভবানীপুরের ঝন্টু দের জন্মদিবসে উপস্থিত ছিলেন হাইকোর্টের আইনজীবী রিয়াঙ্কা চক্রবর্তী মহাশয়া