HomeStateসংসদে অভিষেক, অক্টোবরের দলীয় রণনীতি নিয়ে আলোচনা

সংসদে অভিষেক, অক্টোবরের দলীয় রণনীতি নিয়ে আলোচনা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)সোমবার সংসদের বিশেষ অধিবেশন শুরুর প্রথম দিনেই দিল্লিতে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিকেলের দিকে দিল্লি বিমানবন্দরে নেমে তিনি সরাসরি সংসদ ভবনে অবস্থিত দলীয় পার্টি অফিসে পৌঁছে যান৷ দলীয় সূত্রের দাবি, নতুন সংসদ ভবনে ঢোকার বিশেষ আই কার্ড সংগ্রহের পর দলের সতীর্থ সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করার সূত্রেই, পার্টি অফিসে বসেই অভিষেক খোঁজ খবর নেন অক্টোবরের ২ থেকে ৪ পর্যন্ত দিল্লিতে প্রস্তাবিত তৃণমূলের ধরনাস্থল নিয়ে৷ সেই সময় দলের তরফে ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতো শীর্ষ নেতারা অভিষেককে জানান, মনরেগা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা প্রদানের দাবিতে রাজধানী দিল্লিতে তৃণমূল কংগ্রেসকে ধরনার আয়োজন করতে দিতে আদৌ আগ্রহী নয় দিল্লি পুলিশ, এটা তাদের হাবে ভাবে স্পষ্ট হয়ে গেছে৷ অভিষেক তাঁদের বিকল্প পন্থা বা ‘ব্যাক আপ’ প্ল্যান কার্যকর করার পরামর্শ দেন। একইসঙ্গে নির্দেশ দেন, যেভাবেই হোক অক্টোবরের কর্মসূচি সফল করতেই হবে৷ পাশাপাশি বন্দোবস্ত করতে হবে দিল্লি আগত দলীয় সমর্থক বা প্রতিনিধিদের মাথা গোঁজার ঠাঁইয়ের।

সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের তরফে ৩ অক্টোবর কৃষি ভবনের সামনে ধরনার প্রস্তাব দেওয়া হয়েছে৷ পাশাপাশি রামলীলা ময়দানে শান্তিপূর্ণ সমাবেশের কথাও জানানো হয়েছে৷ এই প্রসঙ্গে ঘাস ফুল শিবিরের তরফে পরপর অনেক গুলি চিঠি লিখে উপরিলিখিত ধরনা সমাবেশের আয়োজন করার জন্য দিল্লি পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়েছিল৷ এখনও পর্যন্ত সেই চিঠির কোনও জবাব দেয়নি দিল্লি পুলিশ৷ এই অনুমতির পরিবর্তে ধরনার বিকল্প জায়গা হিসেবে যন্তর মন্তরের নাম মৌখিক ভাবে প্রস্তাব করেছে দিল্লি পুলিশ, দাবি তৃণমূল শিবির সূত্রের৷ গোটা বিষয়টিই এদিন জানানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ রামলীলার পরিবর্তে যন্তর মন্তরে শান্তিপূর্ণ ধরনার আয়োজন করলে অনেক কম লোক জমায়েত হতে পারবে, এটা বুঝতে পারছে তৃণমূল শিবির৷ এই মর্মেই চিন্তা ভাবনা করা হচ্ছে আইনি পদক্ষেপের৷ দিল্লি পুলিশ রাজধানীতে শান্তিপূর্ণ জমায়েতের অনুমতি না দিলে প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় কী না, সেই সম্ভাবনাই খতিয়ে দেখছে তৃণমূল শিবির৷ এই প্রসঙ্গে অভিষেক এদিন জানিয়েছেন, ‘দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকার কোনও উচ্চবাচ্য করছে না, এটা দূর্ভাগ্যজনক৷ একটা লিখিত জবাব দিতে এত ভয়? প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবো।’ মঙ্গলবার সেন্ট্রাল হলে সাংসদদের আনুষ্ঠানিক ফটো সেশনে উপস্থিত হবেন কিনা অভিষেক, তাও স্পষ্ট নয়।

এদিকে, তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে সংসদের বিশেষ অধিবেশনে সরকারের আলোচ্যসূচিতে থাকা মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে লোকসভায় আলোচনার সময়ে দলের তরফে বক্তব্য রাখবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই অধিবেশনের শেষ দিন শুক্রবার পর্যন্ত তিনি দিল্লিতেই থাকবেন এবং অক্টোবরের প্রথমে নির্ধারিত সমাবেশের যাবতীয় প্রস্ত্ততি খতিয়ে দেখবেন বলেই দলীয় সূত্রের দাবি৷

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments