সংস্কৃতির জেলা বলে পরিচিত দক্ষিন দিনাজপুর জেলা। অনেক সাংস্কৃতিক কর্মী এই জেলা কে গর্বিত করেছেন। অতি সম্প্রতি সম্প্রতি এই জেলার ছেলে স্নিগ্ধজিত ভৌমিক সর্ব ভারতীয় ক্ষেত্রে একটি অনুষ্ঠানে রাজ্য তথা জেলাকে সম্মানিত করেছেন। সা রে গা মা পা নামক অনুষ্ঠানের ফাইনালিস্ট জেলার ছেলে স্নিগ্ধজিত ভৌমিক কে সম্বর্ধনা জানালো দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এর আয়োজনে এদিন জেলা পরিষদের যশোদা ভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি লিপিকা রায়,পুর্ত কর্মাধক্ষ্য মাফিজ্জুদিন মিয়া সহ অন্যান্য আধিকারিক গণ। এদিন বিখ্যাত গায়ক শ্রী স্নিগ্ধজিৎ ভৌমিক কে নানা উপহার দিয়ে উৎসাহ প্রদান করে সম্মানিত করে জেলাপরিষদ কতৃপক্ষ