সত্যি তো ভেবে দেখিনি কখনো আমাদেরও আছে এক সান্তা বুড়ো। সেই লম্বা দাড়ি,আলখাল্লা,আর এক মস্ত ঝুলি। না সে ঝুলিতে কোনো খেলনা বা মুদ্রা নেই। আছে মন ভালো করা গান,কবিতা,সুর, ছন্দ। এ এক অন্য অপার্থিব আনন্দ। সেও পঁচিশ এও পঁচিশ, একজন বৈশাখ, একজন শীত। জিঙ্গল বেল জিঙ্গলবেল আর এসো হে বৈশাখ এসো এসো। একই তো। মন ভালো হয়ে যায়। ওদের বয়স বাড়ে নি এখনো ওদের বয়স বাড়ে না কখনো। ঝুলি ভরা গান, গল্প,উপহার, ইচ্ছেমত নিয়ে নাও লাগবে যেমন যার। আহ্নিকগতিতে হচ্ছে দিন,হচ্ছে রাত। আজীবন থাকবে সান্তা,থাকবে রবীন্দ্রনাথ। Merry Christmas !!!