মালদা, বিশ্বজিৎ মন্ডল:- আবারো সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায়।সাতসকালে শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য মালদা শহরের হ্যান্টাকালী মন্দিরে। মঙ্গলবার সকালে মা হ্যান্টাকালি মন্দিরের প্রণাম করতে এসে নজরে পড়ে ভক্তদের। সদ্যজাত মৃত শিশুকে কুকুর কোথাও থেকে মুখে করে এনে মন্দিরের সামনে রেখে কামড়ে ক্ষতবিক্ষত করতে থাকলে ঘটনা নজরে আসে। ঘটনার খবর ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পাশেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই এই এলাকায় ঘটায় প্রশাসনকে সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে এলাকাবাসী।