HomeKolkataসম্প্রতি টালিগঞ্জের বুকে 'গণপতি ফ্লিমস স্টুডিও তে দূর্গাপুজো উপলক্ষে 'মহালয়'-এর ফটোস্যুট হয়ে...

সম্প্রতি টালিগঞ্জের বুকে ‘গণপতি ফ্লিমস স্টুডিও তে দূর্গাপুজো উপলক্ষে ‘মহালয়’-এর ফটোস্যুট হয়ে গেলো ।

spot_img
- Advertisement -

সম্প্রতি টালিগঞ্জের বুকে ‘গণপতি ফ্লিমস স্টুডিও তে দূর্গাপুজো উপলক্ষে ‘মহালয়’-এর ফটোস্যুট হয়ে গেলো । এই ব্যানার স্যুট-এর ব্যানার কলকাতা, হাওড়া, হুগলি এই তিন জেলার বিভিন্ন পুজো প্যান্ডেলে দর্শনার্থীরা দেখতে পাবেন। এখানে উপস্থিত ছিলেন ‘আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপে’-এর কর্ণধার অমিতাভ বোস তিনি জানান, আরাধিকার ক্রিয়েশন ইভেন্ট গ্রুপে সারা বছর বিভিন্ন কাজ করে থাকে যেমন ফিল্ম ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ইভেন্ট শো, কর্পোরেট ফটোশুট, বিভিন্ন অ্যাড এর কাজও করে থাকেন।

এছাড়াও সিনেমা প্রযোজনা ডিস্ট্রিবিউশন বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ এর কাজ করে। আরও বিস্তারিত জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন 9830736076 এই নম্বরে ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments