কাহিনী -চিত্রনাট্য- সংলাপ ও পরিচালনায় -শ্রী দাস
সহকারি পরিচালক- প্রলয় সেনগুপ্ত।চিত্রগ্রহণ – অমিত মুখার্জি।সম্পাদনা- বিশাল বিশ্বাস। রূপসজ্জা ও কেশবিন্যাস -সুমিত সুপু।সংগীত – প্রতীক কর্মকার।প্রোডাকশন- সুজয় পান্ডে।
পরিচালক শ্রী দাস বলেন, আমরা ভালোবাসার ক্ষেত্রে অনেক সময়ই ভাঙ্গন দেখতে পাই, এখানে আমরা দেখিয়েছি স্বামী -স্ত্রীর দীর্ঘদিনের ভালোবাসার সংসার, শুধুমাত্র বাচ্চা না হওয়ার জন্য সংসার ভাঙ্গা শুরু হয়, নিজের বাবা-মা কে হারায়।কাহিনীর মোর ঘুরে যায় এত সমস্যার মধ্যেও ডিপ্রেশনে চলে যাওয়া ছেলেটা কিভাবে নতুন ভাবে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে। চাইলে সমস্যা কে জয় করে সুস্থ্য জীবনে ফিরে আসা যায় এই টেলিফিল্মে সেটাই দেখাবার চেষ্টা করেছি।
অভিনয়ে ছিলেন মানিক সিংহ, প্রিয়াঙ্ক দে, নবাগতা মৌ ,রুপা নন্দী ,চন্দন দিন্দা, তুহিন পাত্র ,ঊষা ও মাধব।