নিজস্ব প্রতিনিধি(রজত রায়) মঙ্গলবার থেকে সিঙ্গুরের বুকে ৩দিনের ধর্ণা কর্মসূচি শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মূলত কৃষকদের জন্য একগুচ্ছ দাবিকে সামনে রেখে গেরুয়া শিবিরের কিষাণ মোর্চা এই কর্মসূচী নিয়েছে যাতে যোগ দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। কে নেই সেখানে? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার মতো অনেকেই ছিলেন এদিনের কর্মসূচীকে। অথচ যে সিঙ্গুরের বুকে এই আন্দোলন সেই সিঙ্গুরের ভূমিপুত্র তথা এলাকার প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এদিনের কর্মসূচীতে ডাকাই হয়নি। দেখা মেলেনি এলাকার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। এমনকি এলাকার স্থানীয় বিজেপি নেতাকর্মীদেরও এদিন কর্মসূচীতে ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে বিজেপির এই কর্মসূচী তাহলে কাদের নিয়ে? এটা কী দলের নিছকই লোক দেখানো রাজনৈতিক কর্মসূচী!
এই বিষয়ে রবীন্দ্রনাথবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘আমাকে কেউ কিছু জানাননি। দলের তরফে কোনও নির্দেশও আসেনি। লোকের মুখে শুনেছি এখানে দল কর্মসূচী নিয়েছে, দলের তরফে আমার সঙ্গে এখন কেউ কোনও যোগাযোগও রাখেন না।’ অন্যদিকে হুগলির বিজেপি সাংসদ জানিয়েছেন, এই ধরনের কর্মসূচী নেওয়ার আগে দল তাঁকে একবার জানালেও তিনি তাতে উপস্থিত থাকার চেষ্টা করতেন। তবে সব থেকে বড় প্রতিক্রিয়া এসেছে জেলারই ভূমিপুত্র গেরুয়া নেতাদের তরফে। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনের পরে দলের অনেক কর্মীই বসে গিয়েছেন। শাসকপক্ষের ভয়ে তাঁরা কোনও রাজনৈতিক কর্মসূচীতে যোগও দিতে পারছেন না। এই কর্মীদের ভয় ভাঙিয়ে তাঁদের পাশে না দাঁড়িয়ে সিঙ্গুরে যে বিক্ষিপ্ত কর্মসূচী নেওয়া হচ্ছে তাতে আদতে জেলার দলীয় সংগঠনের কোনও লাভও হবে না।