নিজস্ব প্রতিনিধি(শর্মিষ্ঠা) হলদিয়ায় IOC-র প্ল্যান্টে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি সংস্থার। পাশাপাশি আগুনে ঝলসে যাওয়া কয়েকজন শ্রমিকদের অবস্থাও গুরুতর। এমন পরিস্থিতিতে বুধবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হলদিয়ার ওই তেল সংস্থার প্ল্যান্ট। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকে দফায়-দফায় বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার অস্থায়ী শ্রমিকেরা। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কারখানা শাট ডাউন করার সিদ্ধান্তের বিরুদ্ধেও চলছে আন্দোলন। অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। তিনি ক্ষতিগ্রস্থ প্ল্যান্টটি ঘুরে দেখেন। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাজ্যের মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র জানান, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই রিফাইনারি কর্তৃপক্ষ ৫ লক্ষ টাকা এবং ঠিকা সংস্থা আরও ৫ লক্ষ টাকা, মোট ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে রাজি হয়েছে। অপরদিকে হলদিয়ার ওই প্ল্যান্টে অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজতে এবং এর পিছনে কারোও গাফিলতি রয়েছে কিনা খুঁজতে আলাদা করে তদন্ত করবে রাজ্য পুলিশ। এদিনই রাজ্য পুলিশের ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।