হেরিটেজ সংরক্ষণ ও তার গুরুত্ব, প্রতিবন্ধকতা এবং নতুন পথের খোঁজ বিষয় নিয়ে একটি জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত শনিবার ইটাহারে। এদিন ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সহযোগিতায় এই জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গণের সভাকক্ষে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপস্থিত আধিকারিক সহ কলেজের উপাধক্ষ এবং বিশিষ্ট্য ব্যাক্তিরা। মূলত, ইতিমধ্যে উচ্চ শিক্ষায় ইতিহাস পঠন পাঠনে হেরিটেজ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে হেরিটেজ সাইট গুলো রক্ষণাবেক্ষণ, পর্যবেক্ষণ এবং পুনরুদ্ধার করা ভীষণ জরুরী। এমনকি নিজের দেশ এবং সমাজ সংস্কৃতি জানার জন্য হেরিটেজ সংক্রান্ত বিষয় গুলি অন্যতম ভূমিকা পালন করে থাকে। তাই সেগুলো রক্ষা করার বিষয়ের নানান দিক সম্পর্কে সম্পর্কে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আজ ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজের পড়ুয়াদের নিয়ে এই জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন বলে জানাযায়। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর সহ অধিকর্তা রানা দেবদাশ, পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব এবং সংগ্রহালয় দপ্তরের প্রত্ন রসায়নবিদ দিলীপ দত্ত গুপ্ত,কলেজের উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এবং আলোচনাচক্রের আহ্বায়ক অধ্যাপক সুকুমার বাড়ই, কালিয়াগঞ্জ কলেজের ইতিহাসের অধ্যাপক ডঃ বিপুল মন্ডল, উত্তর দিনাজপুর জেলা হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকার, জেলা হেরিটেজ সোসাইটির উপদেষ্ঠা যাদব কুমার চৌধুরী, আয়োজক তথা কলেজের আই কিউ এ সি এর কো-অর্ডিনেটর অধ্যাপক অঞ্জন সোম, অধ্যাপক জয়গোপাল বিশ্বাস, নবদ্বীপ চৌহান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শতাধিক পড়ুয়া। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইতিহাস পঠন-পাঠনে হেরিটেজ বিষয় চালু হলেও এই বিষয়ে তেমন বই বা আলোচনা হয় না। ইটাহার কলেজ প্রথম এই বিষয়ে আলোচনা চক্রের আয়োজন