নিজস্ব প্রতিনিধি সম্পা :কলকাতার খুব কাছেই সোদপুরে এই প্রথম ফ্রী কোচিং দেয়া হচ্ছে ‘স্কাই টাচ’ শার্টস ফ্যাক্টরি এন্ড সেউইং ট্রেনিং একাডেমি। যেকোনো বয়সের মহিলা বা পুরুষরা ফ্রি ক্লাস করতে পারবেন। মহিলা এবং পুরুষদের নানান রকম পোশাক বানাতে শিখতে পারবেন এই কোচিং সেন্টারে। কোর্স কমপ্লিট করার নূন্যতম সময় হচ্ছে ৬ মাস।এই কোর্স করে হাতের কাজ শিখে কাজের বিশেষ সুবিধা রয়েছে।
হোসিয়ারি বা রেডিমেড পোশাক বানানোর কারিগর বানিয়ে তাঁদের সাবলম্বী করাই উদ্দেশ্য।কারিগরদের অভাব পূরণ করার লক্ষ্যে এমন চিন্তা ভাবনা বা উদ্যোগ নিয়েছে কোম্পানির প্রপারিয়েটার শিবেন্দু বক্সি ও অমিত দাস, তাঁদের লক্ষ্য ছেলে মেয়ে সবাই কে সাবলম্বী করা।হোসিয়ারি বা রেডিমেড পোশাক বানানোর কারিগরদের কর্মসংস্থান প্রচুর।কলকাতার বাইরে থেকে কেউ এসে কাজ শিখতে চাইলে তাঁদের কে ও স্বাগত জানিয়েছে কোম্পানির প্রপারিয়েটাররা।যাদের বাড়িতে সেলাই মেশিন নেই তাঁদের চিন্তার কারণ নেই। দিনের যেকোনো সময় সেলাই মেশিনে প্রাকটিস করতে ক্লাসে সেলাই মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে।অনেকের বাড়িতে সেলাই মেশিন থাকে না ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রাকটিস করার জন্য সমস্ত ব্যবস্থা ক্লাসে আছে।
যোগাযোগ নং :অমিত দাস 6289433477
শিবেন্দু বক্সি 918481807190