বিগত বেশ কিছু দিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল বর্তমানে রহমান থাকছেন তাঁর এক বন্ধুর বাড়িতে। তবে সে সব যে কেবল গুঞ্জন নয় সে খবরেই মান্যতা দিলেন সুস্মিতা। সুস্মিতা রহমানের সাথে তোলা একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন প্রেমিকের ঘাড়ে মাথা দিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’ সঙ্গে আবার হ্যাশট্যাগে no more speculations, live and let live, cherished memories জুড়ে দিয়েছেন তিনি। বোঝা যাচ্ছে, গত দু’দিনের চর্চা বন্ধ করতেই এই পোস্ট।