১৯৮৭ সালে পুরসভা গঠনের পর আজ প্রথমবারের জন্য পুরবোর্ড গঠন করল তৃনমূল কংগ্রেস। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা ভবনের সভাকক্ষে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান রায়গঞ্জ মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাশাসক সুব্রত মহন্ত। এরপর পুরসভার ১৭ জন কাউন্সিলর বোর্ড মিটিংয়ের মাধ্যমে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান নির্বাচিত করেন। চেয়ারম্যান নির্বাচিত হন তৃনমূল কংগ্রেসের রামনিবাস সাহা।২৭ ফেব্রুয়ারী কালিয়াগঞ্জ পুরসভার মোট ১৭ টি ওয়ার্ডের মধ্যে পুর নির্বাচনে ১০ টি আসনে জয়লাভ করে তৃনমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে ৬ টি আসন এবং ১ টি আসন নির্দল পেয়েছে। আজ কালিয়াগঞ্জ পুরসভার পুরবোর্ড গঠন করল তৃনমূল কংগ্রেস। পুরবোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সহকারী কো-মেন্টর অসীম ঘোষ। পুরসভার সভাকক্ষে ১৭ টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়। নতুন বোর্ড গঠন অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয় কালিয়াগঞ্জ পুরসভা