বালুরঘাট ঃ ২০১১ সাল থেকে উত্তরবংগ জুড়ে রাজবংশী ভাষায় পঠন পাঠন চলা আসল শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে মান্যতা দেবার পাশাপাশি ওই সব পাঠশালার আসল শিক্ষকদের স্থায়ি করনের দাবিতে বিক্ষোভ দেখাল রাজবংশী ভাষা শিক্ষা সংসদের সদস্যরা।শনিবার দুপুরে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জেলা শাসকের দপ্তরের সামনে রাজবংশী ভাষা শিক্ষা সংসদের সদস্যরা, তাদের দাবি দাওয়া সম্বলিত পোস্টার হাতে নিয়ে এই বিক্ষোভে সামিল হয় তারা।বিক্ষোভরত আন্দোলনকারিদের অভিযোগ গত ২০১১ সাল থেকে রাজবংশী ভাষাভাষি সম্প্রদায়ের জন্য উত্তরবংগে জুড়ে যে প্রায় ২৫০ টি রাজবংশী ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল) রয়েছে। সেগুলিকে মান্যতা না দিয়ে ভুয়ো স্কুল খুলে তাকে মান্যতা দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এর পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থ্যা নেবার দাবি জানানোর পাশাপাশি অবিলম্বে ২০১১ সাল থেকে এই সব শিক্ষা প্রতিষ্ঠানে ( স্কুলে) কর্মরত শিক্ষকদের সরকারি ভাবে স্থায়িকরন করার ও দাবি জানান তারা আজকের এই বিক্ষোভ কর্মসুচীর মধ্যমে বলে জানান রাজবংশী ভাষা শিক্ষা সংসদের মুখপাত্র ভবেশ রায়।