HomeNews২০২২ কেমন যাবে? এই র’হ’স্য’ম’য় ভবিষ্যৎদ্রষ্টা কি বলেছিলেন?

২০২২ কেমন যাবে? এই র’হ’স্য’ম’য় ভবিষ্যৎদ্রষ্টা কি বলেছিলেন?

spot_img
- Advertisement -

আগামী বছর কেমন যাবে? এই প্রশ্নের জবাবে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ফরাসি দার্শনিক এবং জ্যোতিষবিদ নস্ত্রাদামুস।আরও 1 জন রয়েছেন যিনি 12 বছর বয়সে চোখের দৃষ্টি হারিয়েছিলেন। তবে খুলে গিয়েছিল তার অন্তর্দৃষ্টি। তার নাম ভাঙ্গা বাবা। তিনিও 2022 নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। 2022 সালের সুনামি এবং প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন।তিনি আরো বলেছেন আগামী বছর সাইবেরিয়াতে জন্ম নিতে পারে নতুন কোন মারণ ভাইরাস। যা হয়তো করোনার থেকেও সাংঘাতিক হয়ে উঠতে পারে।সে ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।2022 সালে তীব্র জল সংকটের মুখে পড়বে পৃথিবীর বহু শহর। পানীয় জল মেলাও দুষ্কর হয়ে পড়বে। এমনকি অন্য গ্রহের প্রাণীদের নাকি পৃথিবীতে এসে হামলা চালাতে হতে পারে। শুনতে কল্পবিজ্ঞানের কাহিনী মনে হলেও ভাঙ্গা বাবা এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন। একই সঙ্গে জানানো হয়েছে এই বছর প্রবল গরমের মুখোমুখি হতে হবে। গরমে 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাবে তাপমাত্রা। বাড়বে পঙ্গপাল হামলা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments