HomeCountry২০২৪-এর নির্বাচনের আগে বড় পদক্ষেপ মোদী সরকারের, বিশেষ অধিবেশনে আনা হতে পারে...

২০২৪-এর নির্বাচনের আগে বড় পদক্ষেপ মোদী সরকারের, বিশেষ অধিবেশনে আনা হতে পারে ‘এক দেশ-এক নির্বাচন’ বিল!

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): কেন্দ্রের মোদী সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকার ঘোষণা করেছে। সূত্রের খবর, সংসদের এই অধিবেশনেই এক দেশ, এক নির্বাচনের বিল আনতে পারে সরকার।

তবে এক দেশ, এক নির্বাচনের জন্য ৮৩, ৮৫, ১৭২, ১৭৪ এবং ৩৫৬ ধারায় সংশোধনী আনতে হবে। বিধানসভা ও সাধারণ নির্বাচন এক সাথে করার ওপর জোর দিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর যুক্তি, এই পদক্ষেপের ফলে নির্বাচন পরিচালনার খরচ কমবে এবং প্রশাসনের সময়ও বাঁচবে।

চলতি বছর, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা-এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরের মাঝামাঝি লোকসভা নির্বাচনও হতে পারে। এক দেশ, এক নির্বাচনের ধারণা প্রায় ১৯৮৩ সাল থেকে অস্তিত্বে রয়েছে, যখন নির্বাচন কমিশন এটি প্রথম উত্থাপিত করেছিল। যদিও ১৯৬৭ সাল পর্যন্ত, ভারতে একযোগে নির্বাচন সাধারণ কথা ছিল।

তবে, ১৯৬৮ এবং ১৯৬৯ সালে কিছু বিধানসভা সময়ের আগে ভঙ্গ হওয়ার কারণে এই চক্রটি বাধাগ্রস্ত হয়েছিল। ১৯৭০ সালে লোকসভা সময়ের আগেই ভঙ্গ করে দেওয়া হয় এবং ১৯৭১ সালে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এইভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লোকসভা পাঁচ বছরের পূর্ণ মেয়াদ পায়।

সূত্র মতে, বিশেষ অধিবেশন চলাকালীন সংসদীয় কাজ নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হতে পারে। সাধারণত সংসদের তিনটি অধিবেশন হয়। এর মধ্যে রয়েছে বাজেট অধিবেশন, বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। তবে, বিশেষ পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে। ১১ আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হয়।

এর আগে, ৩০ জুন ২০১৭-র মধ্যরাতে সংসদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, যা GST বাস্তবায়ন উপলক্ষে ছিল। যদিও এটি ছিল লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন। পাশাপাশি, ১৯৯৭ সালের আগস্টে একটি ছয় দিনের বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল, যা ভারতের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ছিল।

এর আগে, ভারত ছাড়ো আন্দোলনের ৫০ তম বার্ষিকীতে ১৯৯২ সালের ৯ আগস্ট মধ্যরাতে একটি অধিবেশন আয়োজন করা হয়েছিল। প্রথম এ জাতীয় বিশেষ মধ্যরাতের অধিবেশন ১৪-১৫ আগস্ট ১৯৭২, স্বাধীনতার রজত জয়ন্তী বছরে এবং ১৪-১৫ আগস্ট ১৯৪৭ সালে স্বাধীনতার প্রাক্কালে অনুষ্ঠিত হয়েছিল।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments