চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ি – গজলডোবা ক্যানেল রোডে শিমুলগুড়ি এলাকায় । গাড়ির চালক একজন সেনা জওয়ান । তার নাম মেজর সাকেত রঞ্জন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই জওয়ান ক্যানেলে ব্যক্তিগত গাড়ি চালিয়ে গজলডোবার দিকে যাচ্ছিলেন । শিমুলগুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলের জলে পড়ে যায় । স্থানীয়রা গাড়ি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জের মিলনল্লি ফাঁড়ির পুলিশ । পুলিশ গাড়িটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।